Kolkata: 'নিয়ম মেনে হয়নি,পুকুর ছিল,বুজিয়ে বাড়ি বানানো হচ্ছে', বিস্ফোরক অভিযোগ গার্ডেনরিচের বাসিন্দাদের
কলকাতার বুকে এতবড় বিপর্যয় কীভাবে ঘটল? কীভাবে বেঘোরে মৃত্যু হল ৯ জন মানুষের? সেই প্রশ্ন যখন উঠছে, তখন বিস্ফোরক অভিযোগ করছেন সেখানকার বাসিন্দারা। বলছেন, জলাভূমি ভরাট করে দিনের পর দিন চলছিল বেআইনি নির্মাণ। খোদ মেয়রও স্বীকার করে নিয়েছেন বেআইনি নির্মাণের কথা।