Garfa: ‘হবু বউয়ের পরকীয়া জানতে পেরেই গলা টিপে খুন করে পঙ্কজ’, গড়ফাকাণ্ডে দাবি পুলিশের।Bangla News
Continues below advertisement
গড়ফায় রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য। ‘হবু বধূর সঙ্গে অন্য একজনের সম্পর্কের কথা জানতে পারে অভিযুক্ত পঙ্কজ’। ‘হোয়াটস অ্যাপ চ্যাট দেখে সম্পর্কের বিষয়ে জানতে পারে গড়ফা-খুনে অভিযুক্ত পঙ্কজ’। জানতে পেরে ক্ষিপ্ত হয়ে যায় পঙ্কজ, খবর পুলিশ সূত্রে। ঘরের মধ্যে বচসার পর গলা টিপে খুন, খবর পুলিশ সূত্রে। খুনের পর কাজ আছে বলে দরজা ভেজিয়ে বেরিয়ে পড়ে পঙ্কজ, খবর পুলিশ সূত্রে। অভিযুক্তকে জেরা করে মিলেছে তথ্য, দাবি পুলিশের।
Continues below advertisement
Tags :
Death Garfa ABP Ananda Bengali News ABP Ananda Digital Ajker Bangla Khabar Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Garfa Police Station Ananda Live এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ গরফা Garfa Death Case গরফা থানা Garfa Murder গরফা খুন