Gas cylinder: মেটিয়াবুরুজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২২ জন

Continues below advertisement

মেটিয়াবুরুজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২২ জন। এর মধ্যে কলকাতার এসএসকেএম হাসপাতালেরভর্তি ১৯ জন (Kolkata News)। দু'জনকে ভর্তি করা হয়েছে সিএমআরআই হাসপাতালে (Metiabruz Gas Cylinder Blast)। আহতদের মধ্যে রয়েছে দুই শিশুও। রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। হাসপাতালে আহতদের দেখতে রাতেই পৌঁছন শহর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি বাড়িতে রান্নার সময় তীব্র শব্দে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি থিতোতে দেখা যায় ২২ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ১৯ জনকে SSKM-এ নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। দু'জনকে নিয়ে যাওয়া হয় CMRI-তে। এর মধ্যে আট জনকে প্রথমে CMRI-তে নিয়ে যাওয়া হয়। দু'জনকে রেখে বাকিদের SSKM-এ রেফার করা হয়। তাঁরা এতটাই গুরুতর জখম হন, তার জন্যই রেফার বলে জানা গিয়েছে। 

এ দিন বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পৌঁছয় গার্ডেন রিচ থানার পুলিশ। যে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে, তার কিছু টুকরো উদ্ধার করা হয়েছে। সেখান থেকে তথ্য সংগ্রহের কাজ চলছে। আগামী কাল সেখানে ফরেনসিক টিমও পৌঁছবে। যেখানে এই বিস্ফোরণ ঘটেছে, সেই এলাকা অত্যন্ত ঘিঞ্জি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram