GB Syndrome: গুলেন বেরি থেকে বাঁচার কি কোনও উপায় নেই? কাদের ঝুঁকি সবথেকে বেশি?

ABP Ananda LIVE : আতঙ্কের নাম গুলেন বেরি সিনড্রোম ( Guillain-Barre syndrome ) ।  হঠাৎ এভাবে কেন ছড়াচ্ছেGBS? কোনও নির্দিষ্ট কারণ ?  কোনওভাবে কি আটকানোর উপায় নেই ? কেন আক্রান্ত শিশুরা? প্রশ্ন অনেক। উত্তর দিচ্ছেন ডা. যশোধরা চৌধুরী  ( অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নিউরোমেডিসিন, NRS মেডিক্যাল কলেজ হাসপাতাল)।  

এই রোগে আক্রান্ত হলে পা বা কোমর অবশ হয়ে যায়।  একে একে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ অসাড় হয়ে পড়ে।  কথা বলার শক্তি চলে যায়।  দুর্বল হয়ে যায় স্নায়ু এবং ফুসফুসের পেশি।  শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় এবং পক্ষাঘাতগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি হয়। ঠিক কখন হাসপাতালে নিয়ে গেলে সুস্থ হবেন রোগী? জানতে দেখুন ভিডিওটি।

RG Kar Case: 'নতুন করে আবেদন করুন', RG করের নির্যাতিতার মা-বাবাকে বলল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি শুরু হল। নিহত চিকিৎসকের মা-বাবাকে নতুন করে আবেদন জমা করতে বলল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানালেন, নির্যাতিতার মা-বাবার আবেদনে যা যা বক্তব্য রয়েছে, তা বিতর্কের যোগ্য আদালতে CBI-এর আইনজীবী জানান, সব প্রশ্নের উত্তর তাঁদের কাছে আছে। কিন্তু এই সময় আলোচনা হলে অনেক উত্তর অভিযুক্তর পক্ষে যেতে পারে। এক সপ্তাহের মধ্যে নতুন করে আবেদন জমা দেবে নির্যাতিতার পরিবার। (RG Kar Case)

তদন্ত প্রক্রিয়া নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে মামলা করেছিলেন RG করের নির্যাতিতার মা-বাবা। বার বার পিছনোর পর বুধবার আর জি কর মামলার শুনানি শুরু হয় আদালতে। এদিন শুনানি শুরু হওয়ার পর প্রথমেই নির্যাতিতার পরিবারের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, "আবেদন করার পর সাজা ঘোষণা হয়েছে। এটা প্রত্যাহার করে নতুন করে আবেদন জমা করবেন কি? এখানে যে যে অভিযোগ রয়েছে, সেগুলি বিতর্কযোগ্য।" (Supreme Court)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola