ABP News

GBS Syndrome: কী এই 'গিয়ান ব্যারে' সিনড্রোম? মানব শরীরে কোন কোন উপসর্গ দেখা যায় এই রোগে ?

Continues below advertisement

ABP Ananda Live: কিন্তু, কী এই 'গিয়ান ব্যারে' সিনড্রোম? GB সিনড্রোম আসলে একটি 'অটোইমিউন ডিসঅর্ডার'।  যা ক্রমশ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। রোগীর স্নায়ুতন্ত্রে আঘাত হানে।  দুর্বল হয়ে যায় স্নায়ু এবং ফুসফুসের পেশি। শ্বাস প্রশ্বাস নিতেও সমস্যা দেখা যায়। 'গিয়ান ব্যারে' সিনড্রোমে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে একের পর এক শিশু। এরইমধ্যে এনআরএস মেডিক্যালে মৃত্যু হয়েছে ১৭ বছরের এক কিশোরের। প্লাজমা থেরাপি করার পরও বাঁচানো যায়নি তাঁকে। এদিকে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এ বুধবারই নতুন করে ভর্তি হয়েছে ২ শিশু। এর পাশাপাশি, আগে থেকেই এই ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এ চিকিৎসাধীন রয়েছে আরও ২ শিশু।

ক্লাসরুমের মধ্যেই বিয়ের আসরের পিছনে কী গল্প ? জানালেন খোদ বিভাগীয় প্রধান।

বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বিয়ের আসর। বিভাগীয় প্রধানকে সিঁদুর পড়ালেন প্রথম বর্ষের ছাত্র। ছবি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। বিতর্কের মুখে সেই পাত্রী প্রধানকে ছুটিতে পাঠিয়েছে কর্তৃপক্ষ। প্রোজেক্টের অংশ হিসেবে বিয়ের আসর, এমনই দাবি করেছেন ওই অধ্যাপিকা। আর এবার এবিপি আনন্দে মুখ খুললেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। আইনি সাহায্য নিয়েছি, জানালেন অধ্যাপিকা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram