
Ghanta Khanek Sange Suman(১৮.০২.২০২৫) পর্ব ১ : মুখ্যমন্ত্রী VS বিরোধী দলনেতা,বিধানসভার ভেতরে-বাইরে লড়াই
Ghanta Khanek Sange Suman: মুখ্যমন্ত্রী VS বিরোধী দলনেতা, বিধানসভার ভেতরে-বাইরে লড়াই সেই ধর্ম নিয়েই। "আমি ব্রাহ্মণ সন্তান, বিজেপি ধর্ম বিক্রি করে," বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। "তোষণের নামে হিন্দুদের ধ্বংস করছেন মমতা," তীব্র আক্রমণ শুভেন্দুর। জঙ্গি-যোগের অভিযোগ আনায় শুভেন্দুর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠিতে নালিশ জানাবেন মমতা। ৩০ দিনের সাসপেনশনের পর এবার প্রিভিলেজ মোশন আনা হল বিরোধী দলনেতার বিরুদ্ধে। সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর রিজেন্ট পার্ক, থানার সামনে ফ্ল্যাটে ঢুকে অস্ত্র দেখিয়ে লুঠ। আতঙ্কে বাড়ি ছাড়লেন সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বৃদ্ধা। সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদম থেকে রিজেন্ট পার্ক, কোথাও এখনও ধরা পড়েনি দুষ্কৃতীরা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। শুভেন্দুকে ভয় দেখানোর অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ হয়ে, তাঁর হস্তক্ষেপ দাবি করেছেন কৌস্তভ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন 'মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের হয়ে বিরোধী দলনেতাকে ভয় দেখাচ্ছেন।' এরপরই তিনি রাজ্যপালকে ইমেল মারফত অভিযোগ করেছে