Ghanta Khanek Sange Suman( ১১.০৯.২০২৪) পর্ব ২: হাসপাতালে নিরাপদ নন ডাক্তাররা, এবার নিরাপত্তাহীনতায় বিচারকরাও? | ABP Ananda LIVE

Ghanta Khanek Sange Suman: দেড় দিন পার, স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় অনড় চিকিৎসকরা । ডাক্তারদের কড়া জবাবের পর এবার আলোচনা চেয়ে চিঠি মুখ্যসচিবের, পাল্টা ৪ দফা শর্ত আন্দোলনকারীদের। ছড়াচ্ছে নাগরিক আন্দোলন, এবার প্রতীকী শিরদাঁড়া নিয়ে বিক্ষোভে পুরসভার ইঞ্জিনিয়াররা। "এবার জনরোষে আক্রান্ত হতে পারেন," আন্দোলনকারী ডাক্তারদের সরাসরি হুমকি তৃণমূল বিধায়কের। হাসপাতালে নিরাপদ নন ডাক্তাররা, এবার নিরাপত্তাহীনতায় বিচারকরাও? পুলিশি মদতেই ডায়মন্ডহারবারে বিচারকদের আবাসনে দুষ্কৃতী হানার অভিযোগ। 

আরও খবর..

আর জি কর দুর্নীতি মামলায় ইডি-র অভিযান। সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়িতে ইডি। চন্দন লৌহর টালার বাড়িতে চলছে তল্লাশি। বহুতলের পাঁচতলায় রয়েছে চন্দনের ফ্ল্যাট। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। গত ২৫ অগাস্ট এই বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই।

আর জি কর দুর্নীতি মামলায় ইডি-র অভিযান। সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়িতে ইডি। চন্দন লৌহর টালার বাড়িতে চলছে তল্লাশি। বহুতলের পাঁচতলায় রয়েছে চন্দনের ফ্ল্যাট। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। গত ২৫ অগাস্ট এই বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola