Ghanta Khanek Sange Suman ( ২৮.১০.২০২৪) পর্ব ২ :যৌন হেনস্থার অভিযোগে থানায় হাজিরা প্রাক্তন সিপিএম-বিধায়ক তন্ময় ভট্টাচার্যের | ABP Ananda LIVE

Ghantakhanek Sange Suman: ১৭ ঘণ্টার সফরে মাত্র ৩০ সেকেন্ডের জন্য অমিত শাহের মুখে আর জি কর, সময় দিলেন না বাবা-মাকে। নেপথ্যে মোদি-মমতা সেটিং দেখছে সিপিএম। 'দেখা করার কথাই ছিল না,' ব্যাখ্যা দিলেন সুকান্ত। আর জি করে রক্তমাখা গ্লাভসের পর এবার SSKM-এ জং ধরা কাঁচি! প্রসূতির অপারেশন করতে গিয়ে ভাঙল কাঁচি। রাজ্যের সেরা সরকারি হাসপাতালেই বেআব্রু বেহাল পরিকাঠামো। যৌন হেনস্থার অভিযোগে থানায় হাজিরা প্রাক্তন সিপিএম-বিধায়ক তন্ময় ভট্টাচার্যের। "তৃণমূলের ওয়াশিং মেশিনে ঢুকবেন তন্ময়?" কটাক্ষ শুভেন্দুর।

আরও খবর..

আর জি কর মেডিক্যালে গ্লাভস-কাণ্ডের পরে এবার সামনে এল এসএসকেএম হাসপাতালে কাঁচি কেলেঙ্কারি। হাসপাতালে প্রসূতির অস্ত্রোপচারের সময় মরচে ধরা কাঁচি ভেঙে যাওয়ার অভিযোগ করলেন এক জুনিয়র ডাক্তার। জুনিয়র চিকিৎসকের দাবি, মরচে ধরা কাঁচিটিও ছিল সিল করা প্যাকেটেই! ওই জুনিয়র ডাক্তারের আরও চাঞ্চল্য়কর দাবি, মরচে লুকোতে কাঁচির ওপর রঙ করা হয়েছিল! একের পর এক ঘটনায়, সরকারি হাসপাতালের বেহাল দশাই বেআব্রু  হয়ে যাচ্ছে বলে সরব হয়েছেন চিকিৎসকরা। 

তৃণমূলের বিজয়া সম্মিলনীতে ডাক পেলেন না বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। শিক্ষা দুর্নীতি মামলায় জেল খেটে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেয়েছেন জীবনকৃষ্ণ। জেলমুক্তির পর বিধায়ককে নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বড়ঞার ব্লক সহ সভাপতি মঞ্চে দাঁড়িয়ে তাঁর ঘোষণা, যতদিন পদে আছেন, শুধুমাত্র কাগজে সই-সাবুদ করবেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। দলের সাংগঠনিক কাজে তাঁকে ব্যবহার না করার নির্দেশ রয়েছে। গতকাল মুর্শিদাবাদের বড়ঞায় বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল তৃণমূল নেতৃত্ব। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola