Ghanta Khanek Sange Suman (১৩.১২.২০২৪) পর্ব ২ : জামিন সন্দীপ-অভিজিতের । কোর্টে দাঁড়িয়ে ষড়যন্ত্রের এত তত্ত্ব দিয়েও, কেন তথ্য দিতে পারল না CBI? | ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman: ৯০ দিনেও চার্জশিট দিতে চরম ব্যর্থ CBI। আরজি কর ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ-অভিজিৎ। "CBI-এর ওপর আর ভরসা নেই," বলছেন হতাশ তিলোত্তমার বাবা। কোর্টে দাঁড়িয়ে ষড়যন্ত্রের এত তত্ত্ব দিয়েও, কেন তথ্য দিতে পারল না CBI? "দিদি-মোদি সেটিংই ফের প্রমাণিত," সরব বাম-কংগ্রেস। ধাক্কা খেল ED-ও, সুপ্রিম কোর্টে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্য়ায়। বাজারদরে নাজেহাল বাংলাদেশিরা, তাও নজর ঘোরাতে যুদ্ধজিগির তুলেই চলেছে কট্টরপন্থীরা। জেলে 'পুষ্পা,' প্রিমিয়ায়ে পদপিষ্ট মহিলার মৃত্যুর মামলায় ১৪ দিন জেল হেফাজত আল্লু অর্জুনের।
আরও খবর...
একই দিনে কেন্দ্রীয় এজেন্সির জোড়া ধাক্কা! নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায়, সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্য়ায়। ৯০ দিনেও CBI চার্জশিট দিতে না পারায়, আর জি কর হাসাপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডল। প্রশ্নের মুখে দুই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা।