ABP News

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৪.০৩.২৫)পর্ব ১: RG কর কাণ্ডে প্রশ্নের মুখে CBI, শুভেন্দুকে পুলিশি হেনস্থার অভিযোগ হাওড়ায়

Continues below advertisement

Ghanta Khanek Sange Suman: 'ধর্ষণ করে খুন? নাকি গণধর্ষণ? সন্দেহভাজন থাকলে কারা তারা?' আর জি কর মামলায় CBI-কে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 'অন্যায় কাজের প্রতিবাদ করায় অভয়াকে দেওয়া হয় টানা ডিউটি'। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি অভয়ার মনোবিদের। 'জাল ওষুধ ও হাসপাতালের দুর্নীতি জেনে ফেলায় প্রাতিষ্ঠানিক খুন', বলছেন অভয়ার মা। ধসে বিধ্বস্ত হাওড়ার বেলগাছিয়ায় শুভেন্দুকে পুলিশি হেনস্থার অভিযোগ, ঘটনাস্থলে গেলেন ববিও। 'পুতনা' থেকে 'শূর্পনখা', বিতর্কের পর আরও আক্রমণাত্মক দিলীপ। বিচারপতির বাংলোয় টাকা উদ্ধারের আঁচে তপ্ত সংসদ, সরব বিরোধীরা। বিতর্কের মধ্যেই দিল্লি থেকে ইলাহাবাদ হাইকোর্টে বদলি বিচারপতি যশবন্ত বর্মা।

হাইকোর্টে কোন কোন প্রশ্নের মুখে সিবিআই ? 
আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনকাণ্ডের পর, বারবার প্রশ্ন উঠেছে, এই ঘটনা কি সঞ্জয় রায় একা ঘটিয়েছে? নাকি আরও কেউ জড়িত? এই প্রেক্ষাপটে সোমবার এই তাৎপর্যপূর্ণ প্রশ্ন তুললেন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নতুন করে তদন্ত চেয়ে সুুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভয়ার মা-বাবা। সেই আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের অনুমতি সাপেক্ষে, সোমবার থেকে কলকাতা হাইকোর্টে শুরু হয়েছে শুনানি। তার প্রথম দিনই আদালতে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়ল CBI.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram