Ghantakhanek Sange Suman Seg 2: 'ঢাকি সমেত বিসর্জন দেব', প্রাথমিকের প্যানেল বাতিল করে মন্তব্য বিচারপতির
৪২ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিল করে দেব! বিসর্জন দিয়ে দেব ঢাকি সমেত। ২০১৬ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় পর্ষদকে কড়া হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলায় আরও কিছু নথি পেশের জন্য নির্দেশ দেন তিনি। পরবর্তী শুনানি ১৬ ডিসেম্বর।
নবম-দশমে ১৮৩ জনের পর আরও ৪০ জনের বেআইনি চাকরির সুপারিশের হদিশ মিলল! এটা কোনও ভূতের কাজ নয়। মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেআইনিভাবে নিয়োগের সুপারিশ পাওয়া, আরও ৪০ জনের তালিকা, SSC’র ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। নির্দেশ মতো ৪০ জনের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।
Tags :
Bangla News Bangla News Live Ghantakhanek Sange Suman Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital Calcutta High Court ABP Ananda SSC ABP Ananda Bengali News Judge Abhijit Ganguly