ABP Ananda TRP: BARC রিপোর্ট অনুযায়ী ভোট-কভারেজে সকাল থেকে রাত,সপ্তাহের পর সপ্তাহ শীর্ষে এবিপি আনন্দ

Ghantakhanek Sange Suman: ভারতবর্ষে দু-হাজার পনেরো সালের এপ্রিল মাসের পর থেকে, একটাই সংস্থা, গোটা দেশের, সমস্ত টেলিভিশন চ্যানেলের দর্শকসংখ্যার বিচার করতে পারে। সেই সংস্থা হল BARC এবং তাদের সাইট বা অ্যাপে গিয়ে, আপনারা সমস্ত তথ্য,নিজেরাই দেখে নিতে পারেন। সেখানে, এই গোটা ভোটপ্রক্রিয়ার কভারেজে, সকাল থেকে রাত অবধি প্রত্যেকটা স্লটে, সপ্তাহের পর সপ্তাহ, আপনারা এগিয়ে রেখেছেন আমাদের। আর এই কৃতিত্ব শুধু এবিপি আনন্দ-পরিবারের নয়। দিনরাত এক করে কাজ করে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠানের, প্রত্যেক সংবাদকর্মীর তরফ থেকে আপনাদের অনেক ধন্যবাদ, প্রণাম।

শপথ নিল তৃতীয় মোদি সরকার। নতুন সরকারের কাছে কী প্রত্যাশা দেশবাসীর? কী বলছেন শাসক থেকে বিরোধীরা? বিশিষ্টদেরই বা প্রত্যাশা কী? বক্তা ব্রাত্য বসু, জগন্নাথ সরকার, ইশা খান চৌধুরী, গৌতমমোহন চক্রবর্তী,নারায়ণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, কুণাল সরকার, সুবোধ সরকার। প্রশ্ন করবেন সুরজিৎ চট্টোপাধ্যায়, ঝিলম গুপ্ত, সোনালি চৌধুরী। 'শুনুন প্রধানমন্ত্রী,'। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola