Dev:'দলের সাংগঠনিক বিষয়ে কখনও হস্তক্ষেপ করিনি,আমি সবাইকে নিয়ে চলার পক্ষে',মন্তব্য তৃণমূল সাংসদ দেবের
ABP Ananda LIVE: 'যদি ভোটে দাঁড়াই, তাহলে ঘাটাল থেকেই দাঁড়াব'। 'ঘাটাল (Ghatal) লোকসভা (Lok Sabha) কেন্দ্রের মানুষের থেকে যেরকম ভালবাসা পেয়েছি, তা কখনও ভুলব না'। 'রাজনীতিতে আমার যা চাওয়া, তার সবকিছুই ঘাটালের মানুষের জন্য'।'মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাব দিয়েছেন, তা সত্যিই আমার ভাল লেগেছে'। 'কেন্দ্র যদি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিছু না করে, তাহলে রাজ্য সরকার পাশে থাকবে বলে আশ্বাস পেয়েছি'। '১০ বছর ধরে লড়াই করেছি কেন্দ্রের সঙ্গে, তারা কিছু করেনি'। 'রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আমার বিশ্বাস আছে'। 'ঘাটালে কে জিতবে, সেটা কোনও দল ঠিক করবে না, ঠিক করবে সেখানকার মানুষ'। 'ঘাটাল মাস্টার প্ল্যানের দাবিকে যে সমর্থন করবে, আমি তাকেই সমর্থন করব'। 'বিজেপি(BJP)-কংগ্রেস (congress)-সিপিএম, যেই এই দাবিকে সমর্থন করত না কেন, আমি সেই দলকেই সমর্থন করতাম'। 'দলের সাংগঠনিক বিষয়ে কখনও হস্তক্ষেপ করিনি'। 'আমি সবাইকে নিয়ে চলার পক্ষে'। 'শঙ্কর দলুই যখন ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান হয়েছিলেন, তখনও আমার হাত ছিল না'। 'আজ তিনি সেই জায়গায় নেই, এক্ষেত্রেও আমার কোনও হাত নেই'। শঙ্কর দলুইয়ের অপসারণ প্রসঙ্গে মন্তব্য ঘাটালের তৃণমূল সাংসদ দেবের