Ghatal News : বর্ষার শুরুতেই ফিরল ঘাটালের পুরনো ছবি। জলের তলায় মহকুমার বেশিরভাগ এলাকা

ABP Ananda Live: বর্ষার শুরুতেই ফিরল ঘাটালের পুরনো ছবি। জলের তলায় (Ghatal Flood) মহকুমার বেশিরভাগ এলাকা। অন্য়দিকে, চন্দ্রকোণা ১ ও ২ নম্বর ব্লকের বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন। নেই বিদ্যুৎ, সমস্যা শুরু হয়েছে পানীয় জল নিয়ে। বর্ষার শুরুতেই ফিরল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পরিচিত ছবি। টানা বৃষ্টিতে শিলাবতীর নদীর জলস্তর বেড়ে ভাসছে ঘাটাল। যেদিকে দু'চোখ যায় শুধু জল আর জল। এক তলার বাড়ি থেকে দোকানপাটের বেশিরভাগটাই জলের তলায়। বাড়ি থেকে বেরোনোর একমাত্র ভরসা নৌকা। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। ঘাটালের আড়গোড়ার বাসিন্দা বলেন, "আমাদের এই পরিস্থিতি। ঘাটাল মাস্টার প্ল্য়ান কবে হবে জানিনা। কিন্তু খাল সংস্কার করলে এই অবস্থা হত না।''

 

 

US Travel Advisory for India: 'ভারত ধর্ষণ, হিংসা, সন্ত্রাস কবলিত দেশ, মহিলারা খুব সাবধান', নাগরকিদের সতর্ক করল আমেরিকা

ভারত ভ্রমণ নিয়ে দেশের নাগরিকদের সতর্ক করল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার। সেই মর্মে দ্বিস্তরীয় নির্দেশিকা জারি করেছে US Embassy & Consulates in India. বলা হয়েছে, ভারতে ধর্ষণ, হিংসা, সন্ত্রাসের ঘটনা লাগাতার বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে ভারত ভ্রমণ থেকে বিরত থাকাই ভাল। বিশেষ করে মহিলাদের একা একা ভারতে আসা উচিত নয়। ভারতে বসবাসকারী আমেরিকার নাগরিকদেরও সতর্ক করা হয়েছে। (US Travel Advisory for India)। নির্দেশিকায় বলা হয়েছে, ‘ভারতে যে হারে অপরাধ এবং সন্ত্রাস বেড়ে চলেছে, তাতে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। কিছু এলাকায় বিপদ বেশি। হিংসাত্মক অপরাধ, সন্ত্রাসী হামলা ঘটে ভারতে। ভারতে ধর্ষণের মতো অপরাধ সবচেয়ে বেশি। হিংসাত্মক অপরাধের মধ্যে যৌন নির্যাতনও রয়েছে। পর্যটক অধ্যুষিত জায়গা এবং অন্যত্রও এমন অপরাধ ঘটে’। (US-India Relations)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola