Ghatal: হাতে আস্ত ইঁট, বিচারকের ওপর হামলার পরিকল্পনায় হুলুস্থুল ঘাটাল মহকুমা আদালত চত্বর।Bangla News
হাতে আস্ত ইঁট, রাগে গজ গজ করতে করতে আদালত চত্বরে পায়চারি করছেন এক তরুণ। কেন আদালত চত্বরে ইঁট নিয়ে এসেছেন যুবক নিজেই জানিয়েছেন সেই কথা। শুক্রবার সাত সকালে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা আদালত চত্বরে হুলুস্থুল বাধে। আইনজীবিদের অভিযোগ বিচারকের ওপর হামলার উদ্দেশে ইঁট নিয়ে আদালত চত্বরে এসেছিলেন ঐ তরুণ।
Tags :
ABP Ananda Ghatal ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ West Mednipore Attack On Judge