Akhil Giri: 'চণ্ডীপাঠ নয়, গীতাপাঠের আসর বসবে দিঘায়', জানালেন অখিল গিরি। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: সৈকত শহরেও বসবে গীতাপাঠের (Geetapath) আসর। এমনটাই জানিয়েছেন কারামন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি (Akhil Giri)। রাজ্য সরকারের (State Govornment) উদ্যোগে পর্যটন কেন্দ্র দিঘায় (Digha) গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির ধাম (Jagannath Tample)। লোকসভা ভোটের (Lokesabha Vote) আগে আগামী এপ্রিল মাসেই তার উদ্বোধন হতে পারে। মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, দিঘায় জগন্নাথ মন্দিরের সূচনায় ব্রাহ্মণদের নিয়ে বসবে গীতপাঠের আসর। বিভিন্ন সনাতনী সংগঠনের উদ্যোগে গত রবিবারই লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান হয়েছে কলকাতার ব্রিগেড ময়দানে। তাতে সোৎসাহে অংশ নিয়েছিলেন বঙ্গ বিজেপির নেতানেত্রীরা। আসতে না পারলেও, ব্রিগেডে গীতাপাঠের প্রশংসা করে লিখিত বার্তা দেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠান নিয়ে বিজেপি শিবির যখন হিনদুত্বের পালে হাওয়া তুলতে ব্যস্ত, তখন তৃণমূল সরকারের মন্ত্রীর গলায় শোনা গেল দিঘায় গীতাপাঠের কথা। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram