ABP News

North Dinajpur incident : গোয়ালপোখর কাণ্ডে বন্দি সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল কে ? দেখুন ভিডিয়ো

Continues below advertisement

ABP Ananda LIVE : গোয়ালপোখরে পুলিশের ওপর গুলিকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত শেখ হজরত সাজ্জাক আলমকে পালাতে সাহায্য করেছিল। পলায়ন-পর্বে সাজ্জাকের আস্তানা ঠিক করে দিয়েছিল হজরত। আজ ভোরে গোয়ালপোখর থেকেই হজরতকে গ্রেফতার করা হয়। বুধবার আদালত থেকে জেলে ফেরার সময়, দুই পুলিশ কর্মীকে গুলি করে পালায় সাজ্জাক। গা ঢাকা দেয় বাংলাদেশ সীমান্ত লাগোয় গোয়ালপোখরের কীচকটোলা গ্রামে। গতকাল সকালে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর সময়, পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয় সাজ্জাক আলম।

West Bengal News Live: পুলিশের গুলিতে বাংলাদেশ সীমান্তে নিহত হল উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পলাতক বন্দি

পুলিশের গুলিতে বাংলাদেশ সীমান্তে নিহত হল উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পলাতক বন্দি। পুলিশের দাবি, বাংলাদেশে পালানোর সময় সাজ্জাক আলম ধরা পড়ে। আত্মসমর্পণ করতে বলায় গুলি চালায় সাজ্জাক। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। এখনও অধরা নিহত বন্দির সাহায্যকারী। কীভাবে বিচারাধীন বন্দির হাতে অস্ত্র? সাসপেন্ড করা হয়েছে ৪ পুলিশ কর্মীকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram