Kolkata News: গল্ফগ্রিন এলাকায় বাড়ির মধ্যে উদ্ধার দেহ
ABP Ananda LIVE: শহরে ফের বৃদ্ধের দেহ উদ্ধার। গল্ফগ্রিন এলাকায় বাড়ির মধ্যে উদ্ধার দেহ। সিঁড়ির পাশে পড়ে ছিল বৃদ্ধের দেহ। দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। দেহের ময়নাতদন্ত হবে, ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখা। একই বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থায় আছেন বৃদ্ধের স্ত্রী।
আরও পড়ুন...
উত্তর থেকে দক্ষিণ, মেট্রো স্টেশনে নিরাপত্তার ফস্কা গেরো!
উত্তর থেকে দক্ষিণ, মেট্রো স্টেশনে নিরাপত্তার ফস্কা গেরো! নেই স্ক্যানার মেশিন, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঢিলেঢালা নিরাপত্তা।চাঁদনি চক মেট্রো স্টেশনে মেশিন থাকলেও, নেই দেখার লোক। স্টেশনে ঢোকার মুখে কোথায় নিরাপত্তারক্ষী? দমদম মেট্রো স্টেশনে ঢিলেঢালা নিরাপত্তা। হচ্ছে না চেকিং, বসে আছেন নিরাপত্তারক্ষী। ব্যাগ স্ক্যানার মেশিনের কাছেও মেট্রো কর্তৃপক্ষের তরফে নেই কেউ। মেট্রো যাত্রীদের মধ্যে অনেকেই ঢুকে যাচ্ছেন ব্যাগ স্ক্যান না করেই! মেট্রোয় নিরাপত্তার এমন ফাঁক কেন? এর দায় কি এড়াতে পারে মেট্রো কর্তৃপক্ষ কিংবা RPF?