Gopal Dalpati: মুখ খুললেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের 'সাক্ষী' গোপাল দলপতি | ABP Ananda LIVE

Continues below advertisement

এবিপি আনন্দে মুখ খুললেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের 'সাক্ষী' গোপাল । মিথ্যে বলছেন যুব তৃণমূল নেতা (TMC Leader) কুন্তল ঘোষ (Kuntal Ghosh), এবিপি আনন্দে মুখ খুললেন গোপাল দলপতি (Gopal Dalpati) । 'টাকার বিনিময়ে আগেও চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন কুন্তল' । 'প্রার্থীপিছু ৬ থেকে ৮ লক্ষ টাকা দাবি করেছিলেন কুন্তল' , দাবি তাপস মণ্ডল (Tapash Mondal) ঘনিষ্ঠ গোপাল দলপতির । 'কালীঘাটে কাকুর কাছে টাকা পাঠাতে হবে', বারবার বলতেন কুন্তল ঘোষ, দাবি গোপাল দলপতির । কে কালীঘাটের কাকু, জানেন না বলেও দাবি । 'বেআইনি নিয়োগের জন্য ১৫ কোটি টাকা দেননি পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) । হাতখরচ বাবদ কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন কুন্তলের থেকে দাবি নিয়োগ-দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল ঘনিষ্ঠ গোপাল দলপতির ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram