Madan Mitra: গোপালকে ধমক সৌগতর, গোপালের পাশে দাঁড়িয়ে পাল্টা আক্রমণে মদন মিত্র। ABP Ananda Live

Continues below advertisement

Madan Mitra: গোপালকে ধমক সৌগতর, গোপালের পাশে দাঁড়িয়ে পাল্টা আক্রমণে মদন মিত্র (Madan Mitra)। 'লোকে জানে আপনি শিক্ষিত, কিন্তু ৭৭ সালে এমন রিগিং করেছেন, যে এসডিপিওকে।বরখাস্ত করা হয়েছিল, এবং ৭৭ থেকে ব্যারাকপুর হাতছাড়া হয়ে গেল'। 'কিছু বলার থাকলে পার্টির মধ্যে বলুন, তবে আপনার গুণ আছে, পিসি সরকারের ম্যাজিকের মত পাল্টি খাওয়া'। 'সৌগত রায় ১৫ বছরের ১০টা ছেলে দেখান, যারা আপনার কাছ থেকে সাহায্য পেয়েছে'। 'অথচ, আপনার বাংলোটা শ্রেষ্ঠ বাংলো, আপনি মন্ত্রী থাকাকালীন ম্যানেজ করে নিয়েছেন, আর এখন গোপাল ভূত, আর আপনি রাজা হয়ে গেলেন'। 'বেশি কিছু বলবেন না, দিনকাল ভালো নয় তো'। 'হঠাৎ আপনি মেরুকরণ করে গিরগিটির মতো পাল্টাচ্ছেন কেন? জেনে রেখে দেবেন, মদন মিত্র আছে'। 'আপনার ডানদিকে বাঁদিকে যাঁরা ঘোরেন, ওরা তো সব চোর' । 'আমার মনে হয়, ওনার একটাই উদ্দেশ্য, যেই গোপালকে ডাকল, তখন উনি বলতে শুরু করলেন, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি'। 'কী বোঝাতে চাইছেন? পুর দুর্নীতিতে আমি নেই! গোপালরা দুর্নীতি করেছে? যা বলার স্পষ্ট বলুন'। 'আর নয় বছরে এসব চোখে পড়ল না, এসব ভোটের আগে ঠিক মনে হল আপনার, কোথায় একটা গন্ধ আছে মনে হচ্ছে'। 'দলের খাবেন আর সুযোগ পেলেই দলের পিছনে পিন বাজি? এমন অনেক সংসদ আছে আমি জানি'। 'পার্টির কাছে ক্ষমা চাইছি, এইসব কথা বলার জন্য আমার শাস্তি হতে পারে, উত্তর চাইতে পারে, কিন্তু উত্তর আমি দেব'। 'তবে এটাও বলে রাখি, স্পেসিফিক কিছু না পেলে মদন মিত্র বলে না'। 'ওর বলার স্টাইলটা যেন মনে হচ্ছে, লেবুতলা পার্কের রাম মন্দিরের দিকে এগোচ্ছে, তবে কিছু যায় আসে না, তুড়ি মারব, উড়ে যাবে'। মন্তব্য় মদন মিত্রর। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram