Gosaba Tiger: কুলতলির পর এবার গোসাবায় বাঘের আতঙ্ক! এলাকায় 'বাঘের পায়ের ছাপ', দাবি গ্রামবাসীদের | Bangla News

Continues below advertisement

কুলতলি, কুমিরমারির পর এবার মথুরাখণ্ড। ১০ দিনের মধ্যে গোসাবায় (Gosaba) ফের বাঘের আতঙ্ক। 'গ্রামে ঢুকে ৪টি গবাদি পশু মেরেছে বাঘ। এলাকায় মিলেছে বাঘের পায়ের ছাপ', এমনটাই দাবি করছেন গ্রামবাসীরা। বন দফতরের (Forest Department) কর্মীরা ইতিমধ্যেই বাঘ খোঁজার কাজ শুরু করেছে। জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে চারপাশ। একইসঙ্গে খাঁচা পাতারও ব্যবস্থা করা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram