Bhangar News: রাতের অন্ধকারে কেন পোড়ানো হল সরকারি নথি ? উত্তরের খোঁজে সিবিআই
ভাঙড়ের আন্দুল গড়িয়াতে নথি পোড়ানোকে কেন্দ্র করে চাঞ্চল্য । পাঁচিল ঘেরা এলাকার মধ্যে সরকারি নথি পোড়ানোর অভিযোগ। বিশাল এলাকা জুড়ে পুড়ছে নথি?। রাতের অন্ধকারে কে বা কারা এই নথি পোড়ালো তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে গেছে সিবিআই।