Bhangar: ভাঙড়ের আন্দুল গড়িয়াতে নথি পোড়ানোকে কেন্দ্র করে চাঞ্চল্য, ঘটনাস্থলে সিবিআই
Bhangar: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধরপাকড়ের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) ভাঙড়ে (Bhangar) পোড়ানো হল নথি। ভাঙড়ের আন্দুল গড়িয়াতে নথি পোড়ানোকে কেন্দ্র করে চাঞ্চল্য। পাঁচিল ঘেরা এলাকার মধ্যে সরকারি (Govt) নথি (Document) পোড়ানোর অভিযোগ। বিশাল এলাকা জুড়ে পুড়ছে নথি? রাতের অন্ধকারে কে বা কারা এই নথি পোড়ালো তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে গেছে সিবিআই (CBI)। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা, উঠছে প্রশ্ন।