DA Protest: DA-র দাবিতে আজ সব সরকারি অফিসে ধর্মঘটের ডাক আন্দোলনকারীদের, টেবিল ফাঁকা খাদ্য ভবনে | ABP Ananda LIVE

Continues below advertisement

ধর্মঘটের ডাক, বিকাশ ভবনে চলছে পিকেটিং, টেবিল ফাঁকা খাদ্য ভবনে, পুলিশ প্রহরায় দুর্গ কলকাতা পুরসভা (Kolkata Municipality) । সরকারি দফতর রাইটার্স বিল্ডিংয়ে নেই চেনা ছবি। অনেকটাই ফাঁকা চেয়ার টেবিল। ভোঁ-ভাঁ খাদ্য ভবনও। রাজ্য সরকার ৩ শতাংশ DA বৃদ্ধির পরও, আন্দোলন-অনশনে অনড় ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। বকেয়া DA মেটানোর দাবিতে আজ সব সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ধর্মঘটকে সমর্থন জানিয়েছে রাজ্য সরকারি কর্মীদের বামপন্থী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। সমর্থন জানিয়েছে কংগ্রেসও। আর এই আন্দোলন ঘিরে সকাল থেকেই উত্তপ্ত কলকাতা। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram