DA Protest: 'DA না মেটালে, ভোটের কাজে অংশ নেব না', হুঁশিয়ারি আন্দোলনকারীদের | ABP Ananda LIVE
Continues below advertisement
রাজ্য সরকার (West Bengal Government) বকেয়া DA না মেটালে, পঞ্চায়েত ভোটের (Panchayet Election) কাজে অংশ নেব না। দুই অনশনকারী অসুস্থ হওযার পরই চরম হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। সিদ্ধান্তের কথা রাজ্য নির্বাচন কমিশন ও মুখ্যসচিবকেও জানিয়েছেন তাঁরা। বাম সরকার সঠিকভাবে DA দিতে পারেনি, তখন কি ভোটে অংশ নিতেন না? পাল্টা প্রশ্ন তুলেছেন ব্রাত্য বসু।
Continues below advertisement