Abhijit Ganguly: 'বেনামি আবেদন’ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ
Continues below advertisement
অতিরিক্ত শূন্যপদে অবৈধদের নিয়োগের আবেদন, ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের। ‘বেনামি আবেদন’ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়-ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। বেনামি আবেদন’ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল। স্কুল শিক্ষা দফতরের সচিবকে হাইকোর্টে হাজিরার নির্দেশও বহাল। কীভাবে অবৈধদের চাকরি দিতে এরকম আবেদন করল স্কুল সার্ভিস কমিশন? একজন সচিবকে তলবের নির্দেশ কীভাবে চ্যালেঞ্জ করা যায়?’, সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। ‘বেনামি আবেদন’ মামলায় সিবিআই তদন্তের নির্দেশও বহাল।
কে করল বেনামি আবেদন? মাথা খুঁজে বেরতে সিবিআইকে নির্দেশ সিঙ্গল বেঞ্চের। ‘কমিশনের নামে আবেদন হলেও, এটা কমিশনের করা নয়, কেউ করিয়েছে’। কার মস্তিষ্কপ্রসূত? খুঁজে বের করতে সিবিআইকে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Continues below advertisement
Tags :
ABP Ananda Cbi ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda Ssc Scam BanglaNews Bangla News Abp Ananda Live Abhijit Ganguly Teacher Recruitment Scam Tet Scam