Governor: 'অপরাধীরা গরাদের ভিতরে যাবে', বললেন রাজ্যপাল
প্রথমে রাজ্যপাল যান রিষড়ার চার নম্বর রেলগেটের কাছে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, DIG বর্ধমান রেঞ্জ শ্যাম সিং। তাঁদের থেকে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চান রাজ্যপাল। স্টেশন লাগোয়া চত্বর, যেখান থেকে সোমবার ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছিল, সেই জায়গাতেও যান সিভি আনন্দ বোস। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।
'রাজনীতির অপরাধীকরণ চলছে'
রাজ্যপাল বলেন, 'পরিস্থিতি পর্যালোচনা করতে এখানে এসেছি। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। যারা শান্তিভঙ্গ করেছে, তাদের বরদাস্ত নয়। শান্তিপ্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে। বাংলায় দীর্ঘদিন ধরে এই ধরনের রাজনীতির অপরাধীকরণ চলছে। এবার তার শেষ হওয়া প্রয়োজন'।
'অপরাধীরা গরাদের ভিতরে যাবে'
রিষড়ার পরিস্থিতি খতিয়ে দেথে তাঁর বার্তা, 'সবাইকে একসঙ্গে হয়ে এই নৈরাজ্যকে উৎখাত করতে হবে। ব্রেক ইন্ডিয়া ব্রিগেড প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত রোখার চেষ্টা করছে। একই ভাবে আত্মনির্ভর বাংলাও অশুভ শক্তির বিনাশ করবে।