C. V. Ananda Bose: কৃষ্ণের সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা রাজ্যপালের! ঠিক কী বলেছেন সিভি আনন্দ বোস?
কৃষ্ণের সঙ্গে এবার নরেন্দ্র মোদির তুলনা রাজ্যপালের! 'শ্রীকৃষ্ণ ছিলেন বলে মহাভারতে অর্জুনের রথ কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। একইরকমভাবে নরেন্দ্র মোদি আছেন বলে ভারতবর্ষের মতো রথও অক্ষত রয়েছে। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পরে শিশুরাও বলছে, ভারতবর্ষ আজ সবাইকে নেতৃত্ব দিচ্ছে', ভবানীপুরের একটি অনুষ্ঠানে মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের।
Tags :
Bangla News ABP Ananda LIVE Narendra Modi ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News C V Ananda Bose - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS