Anti Corruption Cell: রাজভবনের অন্দরেই দুর্নীতি-বিরোধী কক্ষ খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

Anti Corruption Cell: পিসরুমের পর, অ্যান্টি করাপশন সেল। শিক্ষাক্ষেত্রে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে এবার, রাজভবনের অন্দরেই দুর্নীতি-বিরোধী কক্ষ খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য়পালের এই পদক্ষেপের যখন কড়া সমালোচনায় সরব তৃণমূল। তখন কী কারণে এই অ্য়ান্টি করাপশন সেল খুলেছেন, তার যুক্তি দিতে গিয়ে কৌশলে মুখ্য়মন্ত্রীর বক্তব্য়কেই হাতিয়ার করলেন রাজ্য়পাল। এদিন রাজ্যপাল বলেন, “কাউকে টাকা দেবেন না। আমরা চুরি বরদাস্ত করব না। যদি কেউ টাকা চায়, তার ছবি তুলে রাখুন। সেটা আমাকে পাঠান। আপনারা বলতে পারেন, এটা কে বলেছেন? এই অনুপ্রেরণা থেকেই আমি অ্য়ান্টি করাপশন সেল খুলেছি।’’ ABP Ananda LIVE

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola