Duttapukur Incident: 'দুঃখজনক ঘটনা, ঘটনাস্থলে যাব', জানালেন রাজ্যপাল। ABP Ananda Live
দত্তপুকুরে (Duttapukur Incident) বেআইনি বাজি (Illegal Firecracker Factory) কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গোটা ঘটনায় কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের (CV Ananda Bose)। 'দুঃখজনক ঘটনা, ঘটনাস্থলে যাব', জানালেন রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস।