Governor On Mamata: 'আমার সম্মান নষ্টের চেষ্টা করলে ভুগতে হবে', মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের

Continues below advertisement

GovernorAttacksMamata: শপথ নিয়ে বিতর্ক চলছিলই, এবার অবমাননাকর মন্তব্যের অভিযোগে, স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ তিনি বলেন, কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করে, তাহলে তাঁকে ভুগতে হবে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বাংলার বুকে আরও এক নজিরবিহীন ঘটনা। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করলেন রাজ্যপাল। বরানগর বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেনের। শপথ-টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার রাজ্যপালকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্য়মন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করে রাজভবনের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখা হয়, কোনও মন্ত্রী,  পাবলিক অফিসিয়ালের কোনও দায়িত্বজ্ঞানহীন ঘৃণায় ভরা মন্তব্য করা উচিত নয়। এরপর, গত ২৯ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দেন রাজ্যপাল। রাজ্যপাল  সি ভি আনন্দ বোস বলেন, 'সব সীমা ছাড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছি।' এরপরই, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে দায়ের হল মামলা। রাজ্যপাল বলেন, কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেন, তবে তিনি যিনিই হোন, তাঁকে ভুগতে হবে। মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক সহকর্মী। আমি সেই হিসাবেই তাঁকে মর্যাদা দিই। কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, আমি মানহানির মামলা দায়ের করেছি। বাকিটা আদালত বিচার করবে। ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram