CV Ananda Bose: মাহেশ্বরী সদনে BJP কর্মীদের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda News: মাহেশ্বরী সদনে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে গেলেন রাজ্যপাল (CV Ananda Bose)। গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করতে না পেরে ফিরতে হয়েছিল ঘরছাড়া বিজেপি কর্মীদের। এই বিজেপি কর্মীদের রাজভবনে নিয়ে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৪৪ ধারার কারণ দেখিয়ে ৬টি ব্যারিকেড করে আটকে দেওয়া হয় রাজভবনে ঢোকার রাস্তা। 

অন্য়দিকে, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নতুন করে আবেদন জানাতে পারেন শুভেন্দু অধিকারী (High Court On Suvendu Adhikari), জানাল হাইকোর্ট। তাঁর সঙ্গে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিরা, নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। 

'রাজ্যপালের অনুমতি পেলে কতজন তাঁর সঙ্গে দেখা করবেন?...গাড়ি নিয়ে গেলে ক'টি গাড়ি রাজভবনের ভিতরে যাবে তা জানাতে হবে পুলিশকে', বলেন বিচারপতি সিনহা। 'কোনও গাড়ি নিয়ে যাব না, সবাই হেঁটে রাজভবনের ভিতরে যাব', পাল্টা সওয়াল করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। অন্য দিকে, রাজ্যের সওয়াল, যাঁরা যাবেন, তাঁদের সনাক্তকরণের কাজ শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কাউকে করতে হবে। শুনে বিচারপতির মন্তব্য, 'ঠিক আছে, কিন্তু কারও পরিচয় নথিবদ্ধ করা যাবে না। না হলে আবার পরে হেনস্থার আশঙ্কা থাকে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram