Governor: 'বন্ধ হোক শয়তানের খেলা', মনোনয়নেই বেলাগাম সন্ত্রাসের মধ্যেই ফের কড়া বার্তা রাজ্যপালের | ABP Ananda LIVE
উত্তর থেকে দক্ষিণবঙ্গ, (Panchayat Election 2023) মনোনয়ন পর্বে রক্তস্নাত বাংলা। ছ'দিনের মনোনয়ন পর্বের মাঝে মারামারি, হিংসা চরমে উঠেছিল। শেষমেশ মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত শেষ দিনে গ্রাম বাংলার ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনী চাওয়ার ও কেন্দ্রকে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের বার্তাও দিয়েছে আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর মাঝেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস