Governor: ভ্যাম্পায়ারের পাল্টা এবার জুনিয়র অ্যাপয়েন্টি? শিক্ষামন্ত্রীকে নিয়ে মন্তব্য রাজ্যপালের। ABP
Continues below advertisement
ভ্যাম্পায়ারের পাল্টা এবার জুনিয়র অ্যাপয়েন্টি? 'আমার জুনিয়র অ্যাপয়েন্টির বক্তব্যের কোনও উত্তর দেব না, যদি কিছু কথা বলার বা জানানোর প্রয়োজন হয়, তাহলে মুখ্যমন্ত্রীকে বলব, কোনও জুনিয়র অ্যাপয়েন্টিকে নয়' শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিয়ে মন্তব্য রাজ্যপাল সিভই আনন্দ বোসের (Governor CV Ananda Bose)। 'রাজ্যকে যা পাঠানো হয়েছে তা নিয়ে এখন আলোচনার সময় নয়, 'মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন, তাঁকে আমি নতুন করে টেনশন দিতে চাই না', তিনি ফিরে এলে এ নিয়ে আলোচনা হবে, মন্তব্য রাজ্যপালের। এর আগে নাম না করে রাজ্যপাল প্রসঙ্গে ভ্যাম্পায়ার শব্দের উল্লেখ করেন ব্রাত্য বসু (Bratya Basu)।
Continues below advertisement