Durga Puja 2023 : দুর্গাপুজো উপলক্ষে এবার দুর্গা সম্মান দেবেন রাজ্যপাল
রাজ্য সরকারের পাল্টা এবার রাজ্যপালের 'দুর্গা সম্মান'। দুর্গাপুজো উপলক্ষে এবার দুর্গা সম্মান দেবেন রাজ্যপাল। সারা ভারত থেকেই চাওয়া হল কৃতীদের নাম। সঙ্গীত, চিত্রকলা, সাহিত্য, সিনেমা, নাটকের মতো বিভিন্ন ক্ষেত্রে চাওয়া হচ্ছে কৃতীদের নাম। সামাজিক কাজকর্ম, চিকিৎসার মতো বিভিন্ন ক্ষেত্রেও নাম চাইল রাজভবন । তিনটি পর্যায়ে দুর্গা সম্মান দেওয়ার কথা ঘোষণা রাজভবনের । 'প্রথমটি দুর্গা ভারত পরম সম্মান, আর্থিক মূল্য এক লক্ষ টাকা। দুর্গা ভারত সম্মানের আর্থিক মূল্য ৫০হাজার টাকা। দুর্গা ভারত পুরস্কারের আর্থিক মূল্য ২৫ হাজার টাকা', ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইমেল করে পাঠাতে হবে নাম: রাজভবন সূত্র