CM Mamata Banerjee: আক্রমণ তৃণমূল সরকারকে, ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। ABP Ananda Live
CV Ananda Bose: আরও চরমে রাজ্য় সরকার-রাজ্য়পাল সংঘাত। এবার রিজার্ভ ব্য়াঙ্কের দেওয়া হিসেব তুলে ধরে রাজ্য়ের আয়ের চেয়ে ব্য়য় বেশি বলে দাবি করল রাজভবন। দুর্নীতি, হিংসা, অতিরিক্ত ব্য়য় ও জনগণের টাকা আত্মস্য়াৎই এই সরকারের বৈশিষ্ট্য় বলেও আক্রমণ শানানো হয়েছে রাজভবনের এক্স হ্য়ান্ডল পোস্টে। পাল্টা রাজ্য়পালকে নিশানা করেছে তৃণমূলও। বিহারের জেল থেকে আসানসোলে নিয়ে আসা হল গ্যাংস্টার সুবোধ সিংকে। কড়া নিরাপত্তায়, রীতিমতো গোপনীয়তা বজায় রেখে, বিহারের এসটিএফ ও সিআইডির ঘেরাটোপে আসানসোল আদালতে নিয়ে আসা হয় এরাজ্যে একের পর এক ডাকাতির মাস্টারমাইন্ডকে। বিহারের জেলে বসে বাংলায় অপারেশন চালানোর জন্য একাই একশো ছিল এই সুবোধই। বিহারের জেলে বসে বাংলায় দুষকৃতী কার্যকলাপের নিখুঁৎ অপারেশনের অভিযোগ। আর সেই গ্যাংস্টারকে নাগালে পেতে এবার CID-র 'অপারেশন সুবোধ'। কড়া নিরাপত্তায় বিহারের বেউর জেল থেকে, আসানসোলে নিয়ে আসা হল কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং-কে। নাম সুবোধ হলেও, কাজে অবশ্য ঠিক তার উল্টো। রাজ্যের গোয়েন্দাদের দাবি, নিজে বিহারের জেলে থাকলেও, সেখানে বসে বাংলায় ডাকাতি, ব্যবসায়ীর ওপর হামলা, প্রোটেকশন মানি চেয়ে বিভিন্ন ব্যবসায়ীকে হুমকি-সহ একাধিক ঘটনার মাস্টারমাইন্ড এই সুবোধ সিংই। ২০২২ সালে রানিগঞ্জে স্বর্ণব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনার নেপথ্যে ছিল সুবোধ সিং। ABP Ananda Live