Governor : উপাচার্যহীন রাজ্যের বিশ্ববিদ্যালয়ে আপাতত রাজ্যপালই উপাচার্য । ABP Ananda Live
উপাচার্যহীন রাজ্যের বিশ্ববিদ্যালয়ে আপাতত রাজ্যপালই (Governor) উপাচার্য । সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা সমাধানের কথা জানিয়ে বিবৃতি রাজভবনের (Raj Bhavan)। পড়ুয়ারা অভিযোগ জানাতে পারবেন রাজভবনের ইমেল, পিস রুমে। প্রয়োজনে রাজ্যপালের সঙ্গেও দেখা করা যেতে পারে, জানিয়েছে রাজভবন। এদিকে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দায়িত্বে আপাতত রাজ কুমার কোঠারি। বর্তমানে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজ কুমার কোঠারি।