Governor: 'সভ্য সমাজে হিংসার স্থান নেই', নিশীথের কনভয়ে হামলার ঘটনায় কড়া বিবৃতি রাজ্যপালের
Continues below advertisement
নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, কড়া বিবৃতি রাজ্যপালের। 'আইনশৃঙ্খলার অবনতি হলে রাজ্যপাল নীরব থাকবে না'। 'ভয়, পক্ষপাত ছাড়া পুলিশকে দায়িত্ব পালন করতে হবে'। বিবৃতি জারি রাজভবনের। রাজ্যপাল ব্যক্তিগতভাবে কথা বলেছেন নিশীথ প্রামাণিকের সঙ্গে। রাজভবন সূত্রে খবর। সমস্যা রোধে সময়ে পদক্ষেপ, বিবৃতি জারি রাজভবনের। 'সভ্যতা, সংস্কৃতির পীঠস্থানে এই ঘটনা বিস্ময়কর'। 'প্রতিবাদ গণতন্ত্রের অংশ, কিন্তু সভ্য সমাজে হিংসার স্থান নেই'। 'নির্মমভাবে হিংসাকে উপড়ে ফেলা হবে'। 'সমাজবিরোধীরা আইন হাতে নেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা'। 'আইনশৃঙ্খলা রক্ষায় শিথিলতা বরদাস্ত নয়'। 'বজ্রমুষ্ঠিতে আইনের শাসন প্রতিষ্ঠা হোক'। রাজ্যের কাছে রিপোর্ট তলব করে কড়া বার্তা রাজভবনের।
Continues below advertisement