Mamata Banerjee: কলকাতায় মেট্রোর নতুন তিনটি রুটের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্য়মন্ত্রী
ABP Ananda LIVE :রেলমন্ত্রীর আমন্ত্রণে না। মেট্রোর নতুন তিনটি রুটের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্য়মন্ত্রী, খবর নবান্ন সূত্রে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনেও আমন্ত্রণ নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। পুজোর আগে মেট্রো পথে জুড়ছে রুবি মোড় থেকে বেলেঘাটা। গ্রিন লাইনে জুড়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদা। ২২ অগাস্ট উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। দুর্গাপুজোর পুজোর আগে রাজ্যকে মেট্রোর উপহার। মেট্রো পথে জুড়ছে রুবি মোড় থেকে বেলেঘাটা। ২২ অগাস্ট রাজ্যে ৩টি মেট্রো লাইনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। এর ফলে গ্রিন লাইনে জুড়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদা।নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের অরেঞ্জ লাইনে জুড়তে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটা। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর সম্প্রসারণ হয়েছে।১৬ অগাস্ট শনিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি এই রুট পরিদর্শন আসবেন। সবকিছু ঠিকঠাক চললে ২২ অগাস্ট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট সম্প্রসারিত রুটেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিন লাইনে ধর্মতলা এবং শিয়ালদার মধ্যে কাজ হয়ে গিয়েছিল। উদ্বোধনের তালিকায় রয়েছে এই রুটটি। উদ্বোধন হলে হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা। এর পাশাপাশি নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত চলে অরেঞ্জ লাইনের মেট্রো। এবার সেই লাইনের সম্প্রসারিত অংশেও চলবে মেট্রো। উদ্বোধন হতে পারে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশের।ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশও উদ্বোধন হতে পারে। অর্থাৎ বিমানবন্দরও এবার কলকাতা মেট্রোর মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পাওয়া যায়নি। শনিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি আসছেন এই লাইন পরিদর্শনের জন্য। সাধারণত ২-৩ দিনের মধ্যেই ছাড়পত্র দিয়ে দেওয়া হয়। সঙ্গে শর্ত রাখা হয়। সেই শর্তে জটিলতা না থাকলে ২২ তারিখ ওই রুটও উদ্বোধন হবে। ২৫ অগাস্ট থেকেই যাত্রী পরিষেবা মিলবে হাওড়া থেকে সেক্টর ফাইভ ও নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের অরেঞ্জ লাইনে বেলেঘাটা পর্যন্ত।