Ground Zero : রামপুরহাটে অস্থায়ী ক্যাম্প অফিসের সিল খোলার আবেদন জানিয়ে আদালতে সিবিআই
রামপুরহাটে অস্থায়ী ক্যাম্প অফিসের সিল খোলার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হল সিবিআই। বগটুইয়ে ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর পর, রামপুরহাটে CBI-এর অস্থায়ী ক্যাম্প অফিস সিল করে দেয় CID। ক্যাম্প অফিসের সিল খুলে দেওয়ার আবেদন জানিয়ে এবার রামপুরহাট আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজই শুনানি হবে। রামপুরহাট আদালতে উপস্থিত রয়েছেন DIG CID সোমা দাস মিত্র-সহ চার আধিকারিক।
Tags :
Bangla News Bangla News Live Rampurhat Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Cbi ABP Ananda Bengali News