GST Councill Meeting: ভারতীয় রেলের একাধিক পরিষেবায় এবার GST ছাড়ের সিদ্ধান্ত অর্থমন্ত্রকের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ভারতীয় রেলের একাধিক পরিষেবায় এবার GST ছাড়ের সিদ্ধান্ত নিল অর্থমন্ত্রক। পাশাপাশি পড়ুয়াদের সুবিধার কথা ভেবে হস্টেল খরচ কমাতেও নেওয়া হল বড় সিদ্ধান্ত। শনিবার, নয়াদিল্লিতে GST কাউন্সিলের ৫৩তম বৈঠক করেন নির্মলা সীতারমণ। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, যাত্রীস্বার্থে রেলের বেশ কিছু পরিষেবায় কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী, তালিকায় রয়েছে প্ল্যাটফর্ম টিকিট, ওয়েটিং রুম, রিটায়ারিং রুম থেকে ব্যাটারিচালিত গাড়ির পরিষেবা। পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেল নিয়েও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, যাঁরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের হস্টেলে থাকেন বা ভবিষ্যতে থাকার কথা ভাববেন তাঁদের ক্ষেত্রে ধার্য করা হবে না পণ্য ও পরিষেবা কর। অন্যদিকে জালিয়াতি রুখতে GST কাউন্সিলের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। যদিও পেট্রোল-ডিজেলকে পণ্য ও পরিষেবা করের আওতায় বাইরে রাখা নিয়ে নেওয়া হয়নি কোনও সিদ্ধান্ত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram