GTA Election: এক দশক পর আজ পাহাড়জুড়ে ভোট, জিটিএ-র ৪৫টি আসনে নির্বাচন

এক দশক পর, আজ পাহাড়জুড়ে ভোট। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র ৪৫টি আসনে নির্বাচন। 

মোট বুথ ৯২২টি। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৫। জিটিএ নির্বাচনে মোট ২৭৭ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৭ লক্ষ ৩২৬ জন ভোটার। নিরাপত্তার দায়িত্বে সাড়ে ৩ হাজার পুলিশ কর্মী।

জিটিএ-র ৪৫টির মধ্যে দার্জিলিঙে ১৬, কালিম্পঙে ১৩, কার্সিয়ঙে ১৩ ও মিরিকে ৩টি আসন। ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। সিপিএম ১২ ও কংগ্রেস ৫টি আসনে লড়ছে। দার্জিলিং সদর আসনে লড়ছেন হামরো পার্টির অজয় এডওয়ার্ড। ডালি আসনে তৃণমূলের প্রার্থী বিনয় তামাং। সিটং ও দার্জিলিং, এই ২টি আসনে লড়ছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অনীত থাপা।

জিটিএ নির্বাচনের বিরোধিতা করে, ভোটে লড়ছে না গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, বিজেপি, গোর্খা লিগ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola