Petrol Pump Robbery: কোচবিহারে বন্দুক দেখিয়ে পেট্রোল পাম্পে লুঠ

Continues below advertisement

কোচবিহারে (Cooch Behar) বন্দুক দেখিয়ে পেট্রোল পাম্পে লুঠ (Petrol Pump Robbery)! সিসিটিভি ফুটেজে (CCTV Footage) ধরা পড়েছে লুঠপাটের ছবি। পাম্প কর্মীরা জানিয়েছেন, গতকাল সন্ধেয় এক যুবক এসে বন্দুক দেখিয়ে এক কর্মীর কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীর সন্ধান চালানো হচ্ছে। 

 গতকাল সন্ধেয় হাতে বোতল নিয়ে পেট্রোল কিনতে আসেন ওই যুবক। তিনি দাবি করেন তাঁর মোটরসাইকেলে তেল শেষ হয়ে গিয়েছে, রাস্তায় মোটরবাইক দাঁড় করিয়ে তেল কিনতে এসেছেন তিনি। তেল কিনে মোটরসাইকেলে তা ভরে আবার পাম্পে ফিরে আসে সে। তখনই কোমর থেকে একটি পিস্তল বের করে পাম্প কর্মীদের দিকে বন্দুক তাক করে টাকার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করেন। এক কর্মী বাধা দিলেও, কিছু টাকা নিয়ে সে পালাতে সক্ষম হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ (West Bengal Police)। অভিযুক্তকে সনাক্ত করার চেষ্টা চলছে। পাম্প কর্তৃপক্ষ (Petrol Pump Authorities) সুরক্ষা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram