Guwahati-Bikaner Express Accident: 'দুর্ঘটনাস্থলে শহরের বা স্টেশনের সুবিধা পাওয়া যাবে না, আলোর অসুবিধা হবে', মত প্রাক্তন রেলকর্তার। Bangla News

Continues below advertisement

উত্তরবঙ্গে (North Bengal) ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস। ময়নাগুড়ির দোমহনিতে উল্টে গেল পাটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস (Guwahati-Bikaner Express)।বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা। লাইনচ্যুত হয়ে উল্টে গেল বিকানের এক্সপ্রেসের ৪টি কামরা। দুর্ঘটনার সময় ঘণ্টায় ৪০ কিমি বেগে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস। উত্তরবঙ্গে (North Bengal) ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস। ময়নাগুড়ির দোমহনিতে উল্টে গেল পাটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস (Guwahati-Bikaner Express)।প্রাক্তন রেলকর্তা স্বপন চৌধুরি বলেন, 'যেখানে দুর্ঘাটনা হয়েছে, সেখানে শহরের বা স্টেশনের সুবিধা পাওয়া যাবে না। আলোর সুবিধা পাওয়া যাব না। অফিসাররা গিয়ে দেখবেন, ঘটনার কী অবস্থা। চিকিৎসকরা গিয়ে পৌঁছাবে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram