H.S. Syllabus Change: প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস!

Continues below advertisement

এক দশক বাদে আগামী সপ্তাহে উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস প্রকাশ। প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। ২০২৫ থেকেই ২ সিমেস্টারে উচ্চমাধ্যমিক পরীক্ষা। দিল্লি বোর্ডের আগেই ঘোষণা রাজ্যের । একাদশ-দ্বাদশ মিলিয়ে হবে ৪টি সিমেস্টার। ২০২৫-এর নভেম্বরে এবং ২০২৬-এর মার্চে হবে পরীক্ষা। চলতি বছর থেকেই একাদশে সিমেস্টার। আর হবে না উচ্চমাধ্যমিকের টেস্ট। 'কোন সিলেবাসে, কীভাবে পরীক্ষা, জানানো হবে বৃহস্পতিবার', জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram