H.S. Syllabus Change: প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস!
Continues below advertisement
এক দশক বাদে আগামী সপ্তাহে উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস প্রকাশ। প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। ২০২৫ থেকেই ২ সিমেস্টারে উচ্চমাধ্যমিক পরীক্ষা। দিল্লি বোর্ডের আগেই ঘোষণা রাজ্যের । একাদশ-দ্বাদশ মিলিয়ে হবে ৪টি সিমেস্টার। ২০২৫-এর নভেম্বরে এবং ২০২৬-এর মার্চে হবে পরীক্ষা। চলতি বছর থেকেই একাদশে সিমেস্টার। আর হবে না উচ্চমাধ্যমিকের টেস্ট। 'কোন সিলেবাসে, কীভাবে পরীক্ষা, জানানো হবে বৃহস্পতিবার', জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
Continues below advertisement
Tags :
Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS H S Exam