Nirmala Mishra: 'শেষ বয়সে কষ্ট পাচ্ছিলেন, শান্তি প্রয়োজন ছিল', স্মৃতিচারণায় হৈমন্তী শুক্লা। Bangla News
Continues below advertisement
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র (Nirmala Mishra)। শেষ জীবনে ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে। বয়স হয়েছিল ৮৪ বছর। গায়িকার স্মৃতিচারণায় অপর কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লা (Haimanti Shukla)। 'শেষ বয়সে কষ্ট পাচ্ছিলেন, শান্তি প্রয়োজন ছিল,' এবিপি আনন্দকে ফোনে জানালেন তাঁর প্রতিক্রিয়া। এদিন গায়িকা হৈমন্তী শুক্লা বলেন, 'সবাই চলে গেলেই আমাদের মন খারাপ হয়। নির্মলা দির জন্যও ভীষণ কষ্ট হচ্ছে। তবে শেষের দিকটায় উনি এত বেশি কষ্ট পাচ্ছিলেন যে আমরা ভাবতাম, ঠাকুর আর কষ্ট দিও না, এবার নিয়ে নাও। এবার নির্মলা দি শান্তি পেয়েছেন।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Nirmala Mishra Haimanti Shukla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর নির্মলা মিশ্র Bangla News