Haldi River: হলদি নদীতে ট্রলারডুবি, উদ্ধর ৩টি দেহ, মৃত ট্রলার চালক

Continues below advertisement

১০ জনকে হলদি নদী থেকে উদ্ধার করা সম্ভব হলেও ৪ জনের আর বাড়ি ফেরা হল না। নদী থেকে ৩ মৎস্যজীবীর দেহ উদ্ধার হল সোমবার সকালে। রবিবারই উদ্ধার হয়েছিল ট্রলার চালকের দেহ। শনিবার রাত ১১টা নাগাদ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কেন্দাবাড়ি থেকে মাছ ধরার ট্রলার নিয়ে বেরোন নিয়ে ১৪ জন মৎস্যজীবী।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram