Haldia: দামী বাইক থেকে বহুমূল্য ঘড়ি, চুরির টাকা রাজার হালে থাকত কুখ্যাত দিল মহম্মদ ।Bangla News

Continues below advertisement

চুরির টাকায় বিলাসবহুল জীবন। কয়েকলক্ষ টাকা দামের মোটরবাইক, বহুমূল্য বিদেশি ঘড়ি, দামী মোবাইল ফোন। এসবেই অভ্যস্ত ছিল দিল মহম্মদ। হলদিয়া থেকে দিল্লি। সব জায়গাতেই পুলিশের খাতায় দাগী চোর হিসেবে তার নাম রয়েছে। এ হেন দুষ্কৃতীকে গতকাল গ্রেফতার করেছে হলদিয়া থানার পুলিশ। বুধবার হলদিয়ার ক্ষুদিরাম নগরে একটি বাড়িতে চুরির ঘটনায় ওই দুষ্কৃতীর মোটরবাইকের নম্বর মেলে। সেই সূত্রেই গ্রেফতার। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ দেড়লক্ষ টাকা, প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গয়না, দামী বিদেশি ঘড়ি ও মোবাইল ফোন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram