Halisahar: মিড ডে মিল নিয়ে গণ্ডগোল, হালিশহরে TMC কাউন্সিলরকে 'মারধর'-এ অভিযুক্ত BJP।Bangla News
হালিশহরে ২৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ। মিড ডে মিল নিয়ে গণ্ডগোল, এলাকায় গেলে তৃণমূল (TMC) কাউন্সিলর তুনা নায়েককে মারধরের অভিযোগ। এই ঘটনার পেছনে বিজেপির (BJP) হাত অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা পাল্টা দাবি গেরুয়া শিবিরের।
Tags :
TMC BJP ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Halisahar এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ তৃণমূল বিজেপি