Hanuman at Nabanna: নবান্নের তেরো তলায় পৌঁছল হনুমান, হিমশিম খেলেন নিরাপত্তারক্ষীরা
যে তলায় মুখ্যমন্ত্রীর ঘর, তার ঠিক নীচের তলায় পৌঁছে গেল সে। তাকে নিয়ে রীতিমতো হিমশিম খেতে হল নিরাপত্তারক্ষীদের। কেউ তুললেন ছবি, কেউ খাওয়ালেন বিস্কুট। বনদফতরের কর্মীদের ডাকা হলেও, তাঁরা আসার আগেই রেলিং বেয়ে নীচে নেমে গ্রাউন্ড ফ্লোর দিয়ে বেরিয়ে গেল। একটি হনুমানকে ঘিরে হুলস্থুল হল নবান্নে।